গল্পগ্রন্থ ‘নয়পৌরে’ প্রকাশ হতে যাচ্ছে অচিরেই, চন্দ্রবিন্দু প্রকাশনী থেকে। মনে হলো, তার আগে দু’চার কথা বলে নেই ওয়েবসাইটে।
বাইরের দেশে লেখকের ওয়েবসাইটের আলাদা মাহাত্ম্য আছে। লোকে সেখানে ওয়েবসাইট ঘেঁটে লেখকের কথাবার্তা কি তার কাজের হালনাগাদ জেনে নেয়। কোনো জরিপ করা হয়নি, কিন্তু পাঠকদের কোনো তথ্য পৌঁছে দিতে বাংলাভাষী লেখকদের মূল ভরসা বোধ করি, হয়ে আছে সোশ্যাল মিডিয়াই। বিপণন বা প্রকাশনা সংস্থাগুলোর পেশাদারিত্ব হয়তো লেখকদের ওপর থেকে এই কাজের কিছুটা সরাতে পারে।