লেখালেখি

Tag: মারিও ভার্গাস ইয়োসা

কথাসাহিত্যের বন্দনা

পাঁচ বছর বয়েসে, বলিভিয়ার কোচাবাম্বার দে লা স্যালে একাডেমিতে, ব্রাদার হুস্তিনিয়ানোর কাছে আমি পড়তে শিখি। আমার জীবনে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। প্রায় সত্তর বছর পরেও স্পষ্ট মনে করতে পারি বইয়ের পাতার শব্দকে মনের ভেতরে ছবি করে তোলার সেই যাদু কীভাবে আমার জীবনকে ভরিয়ে দিয়েছে; সময়ের আর ভূগোলের দেয়াল ভেঙে কীভাবে সেটা আমাকে ক্যাপ্টেন নিমোর সাথে সাগরতলে বিশ হাজার লিগ ঘুরিয়ে এনেছে; এথোস, পর্থোস, আরামিস আর দাঁরতানিয়ার সাথে কীভাবে সেটা আমাকে যুদ্ধে নামিয়েছে রাণীর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত রিশেল্যুর বিপক্ষে; মারিউসের নিশ্চল দেহ পিঠে নেয়া জাঁ ভালজাঁর সাথে কীভাবে সেটা আমায় হোঁচট খাইয়েছে প্যারিসের নর্দমায়।

‘লেখালেখির ওপর কোনো নিয়ম আরোপ করা আমি মেনে নেবো না’ : ভার্গাস ইয়োসা

পেরুভিয়ান ঔপন্যাসিক মারিও ভার্গাস ইয়োসা’র মুখোমুখি হয়েছিলেন তুলনামূলক সাহিত্যের অধ্যাপক মাইকেল স্কাফিদা। জুন ২০১৮-এর শেষভাগে ওয়াশিংটন পোস্টের মতামত বিভাগে প্রকাশিত উক্ত সাক্ষাৎকারটির প্রায় পুরোটাই এখানে অনুবাদ করা হলোঃ 

প্রশ্নঃ
কয়েকজন সদস্যের ওপর যৌন নিপীড়নের অভিযোগ আসায় এবার সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করলো না। আপনি নিজেও তো একবার এই পুরস্কার জিতেছেন, ঘটনাটা শুনে আপনার ক্যামন লেগেছে?

ইয়োসাঃ
জীবনেও ভাবিনি যে সুইডেনে এরকম কিছু ঘটতে পারে!

Powered by WordPress & Theme by Anders Norén

error: Content is protected !!