১৮ আগস্টে ফেসবুকে দিয়েছিলাম পোস্টটা, তালিকায় সামান্য পরিমার্জন করে তুলে দিচ্ছি ওয়েবসাইটেও।
ইতিহাস ব্যাপারটা কী, ‘ওয়ার অ্যান্ড পিস’-এ তলস্তয় সেটা খুব ভালো মতো বলে দিয়েছেন। আমার কাছে ব্যাপারটা ফুটবল ম্যাচের মতো। লেফট ব্যাক থেকে অ্যাটাকিং মিড, কিংবা রাইট উইং থেকে স্ট্রাইকার— প্রত্যেকেই ভাবে যে গোলের পেছনে তার ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ বাইরে থেকে যে দর্শক খেলা দ্যাখে, তার কাছে পুরো ম্যাচটাই ধরা দেয় বিক্ষিপ্ত কিছু প্রচেষ্টার সমষ্টি হিসেবে।
বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আবার, তুলনাটা দিতে হয় হাইস্কুলের ফুটবলের সাথে। আন্তর্জাতিক ম্যাচের মতো দক্ষ ক্যামেরা না থাকায়, দর্শকের অবস্থানটাও এখানে গুরুত্বপূর্ণ। খেলা আর ‘অফ দা বল মুভমেন্ট’; দুটোকেই একসাথে দেখাটা খুব কঠিন।