লোকটার সাথে আমার পরিচয় আজ অনেক দিন হয়। সে-ই কবে চন্দনা মার্ডারের রহস্যে প্রদোষ মিত্র আর লালমোহন গাঙ্গুলি গিয়ে পড়লেন বারাসতের এক বাড়িতে, আর তোপসেকে সরিয়ে দিয়ে হরিপদবাবুর গাড়ির চতুর্থ যাত্রীটি হয়ে পড়লাম আমি।

শুরুটা তখন থেকে, শেষ আজও হলো না।