লেখালেখি

ইতিহাস সংক্রান্ত বইপত্র

১৮ আগস্টে ফেসবুকে দিয়েছিলাম পোস্টটা, তালিকায় সামান্য পরিমার্জন করে তুলে দিচ্ছি ওয়েবসাইটেও।

ইতিহাস ব্যাপারটা কী, ‘ওয়ার অ্যান্ড পিস’-এ তলস্তয় সেটা খুব ভালো মতো বলে দিয়েছেন। আমার কাছে ব্যাপারটা ফুটবল ম্যাচের মতো। লেফট ব্যাক থেকে অ্যাটাকিং মিড, কিংবা রাইট উইং থেকে স্ট্রাইকার— প্রত্যেকেই ভাবে যে গোলের পেছনে তার ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ বাইরে থেকে যে দর্শক খেলা দ্যাখে, তার কাছে পুরো ম্যাচটাই ধরা দেয় বিক্ষিপ্ত কিছু প্রচেষ্টার সমষ্টি হিসেবে।

বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আবার, তুলনাটা দিতে হয় হাইস্কুলের ফুটবলের সাথে। আন্তর্জাতিক ম্যাচের মতো দক্ষ ক্যামেরা না থাকায়, দর্শকের অবস্থানটাও এখানে গুরুত্বপূর্ণ। খেলা আর ‘অফ দা বল মুভমেন্ট’; দুটোকেই একসাথে দেখাটা খুব কঠিন।

অনলাইনে ‘বাংলাদেশের ইতিহাস জানার জন্য বইয়ের তালিকা’র অনুসন্ধান দেখছি গত কয়েকদিন, কেউ কেউ ইনবক্সে জিজ্ঞাসাও করলেন। দর্শক হিসেবে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে তেমন একটা তালিকা তুলে দিলাম এখানে।

তালিকায় যাবার আগে, আগ্রহীদের কাছে অনুরোধ রইলো নিচের ব্যাপারগুলো খেয়াল করবার।

  • এই তালিকা কোনোভাবেই ইতিহাস বিষয়ক বইয়ের পূর্ণাঙ্গ নয়। আমার ব্যক্তিগত বিবেচনায় এই তালিকা একেবারেই প্রাথমিক পাঠকের জন্য, ফলে তালিকার বাইরেও সংশ্লিষ্ট বিষয়ে অজস্র গুরুত্বপূর্ণ বই আছে।
  • যেহেতু তালিকাটি প্রাথমিক পাঠকের জন্য, ফলে রেফারেন্স ঘরানার (উদাহরণঃ মুক্তিযুদ্ধের দলিলপত্র / চরমপত্র) বা কাঠখোট্টা ধরনের (উদাঃ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি) বই যথাসম্ভব বাদ রাখার চেষ্টা করেছি।
    উদ্যমী পাঠক, যারা অমর্ত্য সেনের দুর্ভিক্ষ বিষয়ক রচনা বা কিসিঞ্জারের স্মৃতিকথার মতো ‘ভারি ভারি বই’ পড়ে ফেলেছেন, তাদের জন্য তাই উদ্দিষ্ট তালিকা বেশি কাজে আসবে না।
  • বই নির্বাচনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছিঃ পুরো ফুটবল ম্যাচকে যতটা পারা যায়, কম বইয়ের মাধ্যমে তুলে আনতে। ফলে, একই ঘরানার একাধিক বই থাকলে সেখান থেকে বেছে নিয়েছি আমার মতে গুরুত্বপূর্ণটি।
    উদাহরণে বলা যায়, জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ আর সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ দুটোই দিনলিপি ঘরানার বই। তালিকায় রেখেছি প্রথমটা কেবল। একই ভাবে বলা যায় তৃণমূল পর্যায়ের যুদ্ধের ওপর রচিত বই ‘গেরিলা থেকে সম্মুখযুদ্ধে’ ও ‘জনযুদ্ধের গণযোদ্ধা’ নিয়ে। এই দুই বইয়ের মাঝেও তালিকায় রাখা হয়েছে কেবল একটি।
  • একই বিষয়ে একাধিক বই থাকলে সেগুলোকে চেষ্টা করেছি ক্রমানুসারে সাজাতে।


তালিকার প্রথমভাগে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী প্রেক্ষাপট ও যুদ্ধকালীন সমস্ত বই, দ্বিতীয় ভাগে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বই। কিছু কিছু বইতে দুটো বিষয়েরই সমাপতন ঘটেছে। 

শেষে যুক্ত করা হয়েছে কিছু ফিকশন’ও।

** নন-ফিকশন, প্রথম ভাগ 
[মুক্তিযুদ্ধের পূর্ববর্তী প্রেক্ষাপট ও যুদ্ধকালীন বই]

০১। পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন // যতীন সরকার
০২। আমার দেখা রাজনীতির ৫০ বছর // আবুল মনসুর আহমদ
০৩। আগরতলা মামলা, শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ // ফয়েজ আহমেদ
০৪। সত্য মামলা আগরতলা // কর্নেল শওকত আলী
০৫। একাত্তরের দিনগুলি // জাহানারা ইমাম
০৬। মূলধারা ৭১’ //  মইদুল হাসান
০৭। গেরিলা থেকে সম্মুখযুদ্ধে // মাহবুব আলম
০৮। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি // আবু সাইদ চৌধুরী
০৯। আমার একাত্তর // আনিসুজ্জামান
১০। একাত্তর আমার // নুরুল কাদের
১১। মুজিবনগর সরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ // মোহাম্মদ ফায়েক উজ্জামান
১২। স্বাধীনতা ভাসানী ভারত // সাইফুল ইসলাম
১৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, র এবং সিআইএ // মাসুদুল হক
১৪। ফ্যান্টমস অফ চিটাগং //  মেজর জেনারেল উবান (অনু), হোসাইন রিদওয়ান আলী খান
১৫। মুজিববাহিনী থেকে গণবাহিনীঃ ইতিহাসের পুনর্পাঠ // আলতাফ পারভেজ
১৬। একাত্তরের রনাঙ্গনঃ অকথিত কিছু কথা // নজরুল ইসলাম
১৭। যখন ক্রীতদাসঃ স্মৃতি ৭১ // নাজিম মাহমুদ
১৮। আমি বীরাঙ্গনা বলছি // নীলিমা ইব্রাহিম
১৯। স্বাধীনতা আমার রক্তঝরা দিন // মুশতারী শফি
২০। রাজাকারের মন // মুনতাসীর মামুন
২১। নিয়াজির আত্নসমর্পণের দলিল // সিদ্দিক সালিক (অনু) মাসুদুল হক
২২। বাংলাদেশের জন্ম // রাও ফরমান আলী খান (অনু) শাহ আহমদ রেজা
২৩। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা // মেজর এম এ জলিল
২৪। আমি বিজয় দেখেছি // এম আর আখতার মুকুল
২৫। জাতীয় রাজনীতি : ১৯৪৫ থেকে ১৯৭৫ // অলি আহাদ
২৬। বাঙলাদেশের অভ্যুদয় (২ খন্ড) // বদরুদ্দিন উমর

** নন-ফিকশন, দ্বিতীয় ভাগঃ
[মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বই]

০১। পাকিস্তানের ভূতদর্শন // যতীন সরকার
০২। শেখ মুজিবুর রহমানের শাসনকাল // মওদুদ আহমদ
০৩। বঙ্গভবনে পাঁচ বছর // মাহবুব তালুকদার
০৪। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় // মফিজ চৌধুরী
০৫। তাজউদ্দীন আহমদঃ বাংলাদেশ অভ্যুদয় ও তারপর // কামাল হোসেন
০৬। মওলানা ভাসানীর হক কথা সমগ্র // আবু সালেক
০৭। আশা ও ভগ্নআশার দিনগুলি ১৯৭২-৭৫ // কাজী ফজলুর রহমান
০৮। অশ্লেষার রাক্ষসী বেলায় // সৈয়দ নাজমুদ্দীন হাশেম
০৯। বাংলাদেশঃ জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা // নুরূল ইসলাম
১০। বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশকে ঘিরে কিছু স্মরণীয় ঘটনা // এম এ ওয়াজেদ আলি মিয়া
১১। মুজিবের রক্ত লাল // এম আর আখতার মুকুল
১২। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে // পান্না কায়সার
১৩। শতাব্দী পেরিয়ে // হায়দার আকবর খান রনো
১৪। জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি // মহিউদ্দিন আহমদ
১৫। বিএনপি সময়-অসময় // মহিউদ্দিন আহমদ
১৬। বেলা অবেলা // মহিউদ্দিন আহমদ
১৭। রক্ষিবাহিনীর সত্য-মিথ্যা // আনোয়ার উল আলম
১৮। এক জেনারেলের নীরব সাক্ষ্যঃ স্বাধীনতার প্রথম দশক // মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী
১৯। বাংলাদেশের সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট // রফিকুল ইসলাম
২০। বঙ্গভবনে মোশতাকের ৮১ দিন //আবু আল সাইদ
২১। একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর // কর্ণেল শাফায়েত জামিল
২২। রক্তঝরা নভেম্বর ১৯৭৫ // নির্মলেন্দু গুন
২৩। তিনটি সেনা অভ্যুথান ও কিছু না বলা কথা // লে-কর্ণেল এম এ হামিদ
২৪। বাংলাদেশঃ রক্তাক্ত অধ্যায় (১৯৭৫-৮১) // বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন
২৫। সশস্ত্র বাহিনীতে গণহত্যা // আনোয়ার কবির
২৬। Bangladesh: From Mujib to Ershad // Lawrence Ziring
২৭। বাংলাদেশঃ রক্তের ঋণ // অ্যানথনি মাসকারেনহাস (অনু), মোহাম্মদ শাহজাহান

** নন-ফিকশন, অনারেবল মেনশনঃ
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ জীবন ও রাজনীতি // বাংলা একাডেমী
২। ভাসানীচরিত // সৈয়দ আবুল মকসুদ
৩। পাকিস্তানি জেনারেলদের মন // মুনতাসীর মামুন

** ফিকশনঃ
১। গল্প সমগ্র // জহির রায়হান
২। চিলেকোঠার সেপাই // আখতারুজ্জামান ইলিয়াস
৩। জীবন আমার বোন // মাহমুদুল হক
৪। ১৯৭১ // হুমায়ূন আহমেদ
৫। নামহীন গোত্রহীন // হাসান আজিজুল হক
৬। অলাতচক্র // আহমদ ছফা
৭। জীবন ও রাজনৈতিক বাস্তবতা // শহীদুল জহির
৮। তালাশ // শাহীন আখতার
৯। আকাশ বাড়িয়ে দাও // মুহম্মদ জাফর ইকবাল
১০। একজন আলী কেনানের উত্থান-পতন // আহমদ ছফা
১১। দলিল // শওকত আলী
১২। আমরা হেঁটেছি যারা // ইমতিয়ার শামীম

ফিকশনের ক্ষেত্রে আরও কিছু নাম অবশ্যই যোগ করা যেতো, কিন্তু সাহিত্যকে রেফারেন্স হিসেবে ব্যবহারের একটা তীব্র প্রবণতা যেহেতু আছে বাংলাদেশের অনলাইনে; সেই ক্ষেত্রে ব্যক্তিগত মতে প্রথম শ্রেণির ফিকশনগুলোই তুলে আনলাম। কিশোর উপন্যাস বা ডকু-ফিকশন ঘরানার রচনা ইচ্ছে করেই বাদ রাখা হয়েছে।

সব মিলিয়ে ৫৬ টা নন-ফিকশন, ১২টা ফিকশন। আরেকবার স্মরণ করাই, এই তালিকা কোনোভাবেই সম্পূর্ণ নয়। তবে বাংলাদেশের ইতিহাস পাঠ করতে আন্তরিক যারা, অন্ততঃ প্রাথমিকভাবে এই তালিকা তাদের উপকার করবে বলেই আশা রাখি, তারপর তারা নিজেরাই পথ খুঁজে নিতে পারবেন।

[আগস্ট, ২০২৪]

Previous

দুই লেখকের গল্প

1 Comment

  1. Md. Ahsan Nahiyan

    দারুণ উদ্যোগ। অনেক ধন্যবাদ।
    অসাধারণ একটি প্রাথমিক তালিকা। এই বিষয়ে আপনার আরও লেখা, এবং বই ভিত্তিক বা তালিকাভিত্তিক বিশ্লেষণ প্রকাশ হবে বলে আশা রাখছি। সেটা প্রাথমিক এবং বিশেষজ্ঞ দুইস্তরের পাঠকের জন্যেই।
    শুভকামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress & Theme by Anders Norén

error: Content is protected !!
%d bloggers like this: