গান ভালোবাসা মানুষের কাছে লিওনার্ড কোহেন যথেষ্ট পরিচিত এক নাম। পৃথিবীজোড়া লোকটার খ্যাতির মূল কারণ বোধহয় এটাই, যে ভূগোল আর সংস্কৃতির গণ্ডীতে আটকে না থেকেই একজন সংবেদনশীল মানুষ কোহেনের গানের মাঝে নিজেকে খুঁজে নিতে পারে। আহামরি কোনো গায়কী কিংবা চটুল যন্ত্রের কারিকুরিময় সুর নয়, কোহেনের গান সোজাসাপ্টা শব্দে ভর করে শ্রোতাকে বরং দেয় নৈরাশ্য; শ্রোতাকে সেটা বলে, পৃথিবীতে আরো অজস্র মানুষ তোমার মতোই বিপন্ন।
তো, সেই লিওনার্ড কোহেন, যিনি গীতিকার পরিচয়েই খ্যাত হলেও সমালোচকদের কাছে পাত্তা পাওয়া পুরোদস্তুর একজন ঔপন্যাসিকও বটে, অনুমিত ভাবেই এক জীবনে সাক্ষাৎকার কম দেননি তিনি…
Leave a Reply