01 Dubrovnic.jpg

২০ মে, ২০১৮।

দুব্রোভনিক, ক্রোয়াশিয়া।

আড্রিয়াটিকের পাশে দেয়াল তুলে দাঁড়িয়ে থাকা এই শহর দখল করতে হাজার বছরে কম হামলা হয়নি। উপকূল জুড়ে নৌবহর নিয়ে দুব্রোভনিককে যুগে যুগে আক্রমণ করেছে ভেনেসীয়, ফ্রেঞ্চ আর পর্তুগীজ জলদস্যুরা। দলবল নিয়ে নেপোলিয়নের, অথবা বলকান যুদ্ধে সার্ব বিমানের উপর্যুপরি হামলা তো সেদিনের ঘটনা। কিন্তু এরা আজ কোথায়? বরং একালের ব্ল্যাকওয়াটারের যুদ্ধে কিংস ল্যান্ডিং রক্ষা করতে গিয়ে এই দেয়ালের ওপর টিরিয়ন ল্যানিস্টারের বীরত্বের কাহিনী এখন শহরবাসীর মুখে ঘোরে বেশি।

শহরের অলিতে গলিতে পাথুরে চত্বরে বিছিয়ে রাখা ছাতার নিচে বিয়ার টানায় ব্যস্ত লালমুখো সাহেব আর স্বর্ণকেশী সুন্দরীদের অবশ্য ইতিহাস নিয়ে আগ্রহ নাই। সাগর থেকে বয়ে আসা ফুরফুরে বাতাসে ভিজে জীবনের সমস্ত অবসর নিয়ে এরা এবং বলকানের শান্তিরক্ষায় নিয়োজিত রোদে পোড়া পেশিবহুল সৈনিকেরা রোদচশমার আড়ালে খুঁজে বেড়ায় মাসুদ রানাকে।

কিন্তু রানা এখন আমাদের দলে। ক্লকটাওয়ারের সামনে খানিক পরপর উড়ে আসা কবুতরের দলের দিকে নীরবে দানা ছিটিয়ে নির্বাসনে যাওয়া লোকটা আনমনে এই শহরের অলিগলি মুখস্থ করে যাচ্ছে।