২৪ মে, ২০১৮।
সারায়েভো, বসনিয়া-হার্জেগোভিনিয়া।
জার্মান ভাষা না বোঝা ড্রাইভারের একটি মাত্র রংটার্নের ভুলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যে শহর থেকে, সেই শহরে এখন অলিম্পিক স্টেডিয়াম পর্যন্ত পরিত্যক্ত ও শ্যাওলা জমা।
প্রাচ্য এখানে পশ্চিমে মিশেছে বলে শহরের লোকের দাবি। বলতে বলতে তারা দেখায় যে রাস্তার একদিকে তুর্কি কী মুরিশ স্থাপত্য, আবার অন্যদিকে অস্ট্রিয়-হাঙ্গেরিয়ান দালান। কিন্তু দালানের গায়ে এসব কী? গুটিবসন্ত, না গুলি অথবা মর্টারের চিহ্ন?
স্টালিনগ্রাডের পর গত শতাব্দীতে সবচেয়ে বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে থাকা শহরের নাম সারায়েভো। একালের যুদ্ধাপরাধী রদোভান কারাদিচের দলবল চারপাশের পাহাড় থেকে স্নাইপার বাহিনী নিয়ে এই শহরের বসনিয়ান মুসলিমদের সাথে ক্রোয়াট আর স্বজাত সার্বদেরও আক্রমণ করে গেছে প্রায় চার বছর। তবু বধ্যভূমি-স্মৃতিফলক-মসজিদ-ক্যাথেড্রাল-সিনাগগে এখনো সারায়েভো ঘাড়ত্যাড়া। এলোমেলো, উদ্ধত। তবু সুন্দর।
Leave a Reply