02 Mostar.jpg

২৩ মে, ২০১৮।

মোস্তার, বসনিয়া-হার্জেগোভিনিয়া।
সুলতান সুলেমানের তৈরি করা প্রস্তর সেতু ক্রোয়াটদের হাতে উড়ে গেলো ইউটিউবে, নতুন করে বানানো ব্রিজের গোড়ায় লুটোপুটি খায় পুরানো সেতুর অংশবিশেষ আর জাতিতে জাতিতে অবিশ্বাস।

বসনিয়া থেকে মুসলিমদের হটিয়ে দেয়া গেলে দেশটাকে আধাআধি ভাগ করে নিতে পারতো সার্বিয়া আর ক্রোয়াশিয়া, মানচিত্রে কাটাকুটি তখন করা যেতো এই পাথুরে সেতুর নিচে বয়ে চলা আশ্চর্য স্বচ্ছ নেরেতভা নদী বরাবর।

মোটা বেতনে বসে বসে আঙুল চোষা শান্তিরক্ষা বাহিনীর চোখের সামনে এখানেই ধুমায়ে মানুষ মেরেছে সবাই। ওইসব মৃত মানুষের স্মৃতিতে এখনো শহরের রাস্তাঘাট টানটান হয়ে আছে উত্তেজনায়, সতর্ক না থাকলে বিপদ হতেই পারে। কিন্ত ক্রাভিগা জলপ্রপাত আর সবুজ নেরেতভা আমাদের তবুও আনমনা করে তোলে।