২৯ মে, ২০১৮।
ব্রাতিশ্লাভা, স্লোভাকিয়া।
দুনিয়াতে মাথাপিছু সবচেয়ে বেশি দূর্গ নিয়ে ঘোরা স্লোভাকিয়ানদের নিয়ে চট করে কিছু মনে করা মুশকিল। ফুটবল খেলা বাদে মনে আসে চেক রিপাবলিকের সাথে এদের এককালের মিলেমিশে থাকা। এর বাইরে আর ইতিহাস আওড়ানোর দরকার নেই।
বরং দেশটার রাজধানী ব্রাতিশ্লাভা থেকে হাঙ্গেরি আর চেক প্রজাতন্ত্রের হাতছোঁয়া দূরত্বের কথা শুনে ভালো লাগে। দুই অপেক্ষাকৃত ভারি প্রতিবেশীর মাঝে চ্যাপ্টা হয়ে থাকা ও সোভিয়েত ধাঁচের এপার্টমেন্টে পূর্ণ ব্রাতিশ্লাভা এখন আদর্শ শান্তিময় ছুটির স্পট। ফাইন বাতাস ছাড়া চত্বরে এলোমেলো পা চালিয়ে তাই ওল্ড টাউনের যে কোনোখানে বসে থাকা যায়। ক্লান্ত হয়ে গেলে এলাকাবিখ্যাত আইসক্রিমগুলোর কোনোটা হাতে নিয়ে দূর্গের মাথায় উঠে দানিয়ূবের দিকে তাকালেই চলবে।
Leave a Reply