২৬ মে, ২০১৮।
বেলগ্রেড, সার্বিয়া।
নামে সাদা শহর হলেও ইতিহাস এখানে রক্তাক্ত। শতাব্দী জুড়েই এলাকার মাতব্বরদের সাথে ঘাড়ত্যাড়ামি করে সার্বিয়া কারো কাছে ঠিক প্রিয় হয়ে উঠতে পারেনি। লক্ষ করলেই দেখা যাবে যে সিনেমা কি টিভি সিরিজের পর্দায় পূর্ব-ইউরোপের মাথা গরম আর অপরাধপ্রবণ জনগোষ্ঠীর কাউকে হাজির করা হলে ব্যাটাকে আজও সার্বিয়ান বানিয়ে দেয়া হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংযুক্ত ইয়োগোস্লাভিয়ার উত্থানের সময়টায় মার্শাল টিটো তার রাজধানী তবু রেখেছিলেন এই সার্বিয়ার বেলগ্রেডেই। টিটোর মৃত্যুর পর বলকানের ভাঙনের শুরুও এ শহরে, জাতীয়তাবাদকে অস্ত্র করে তোলা স্লোবেদান মিলাসোভিচের হাত ধরে।
সেই বেলগ্রেডকে এখন আহামরি লাগে না আর। ক্রোয়াট আর বসনিয়ানদের প্রতি তীব্র বিবমিষা এদের কথাবার্তায় স্পষ্ট, এই এলাকায় আবার যুদ্ধ লেগে গেলেও অবাক হবার কিছু থাকবে না। তবে মানুষে-মানুষে বিরোধের ছায়া পড়েনি এলাকার নদীকূলের মাঝে। সাভা আর দানিয়ূব তাই জোট বেধেছে অনায়াসে। যতটুকু বয়ে গেছে সাভা, বলকানের রাজত্ব ততটুকুই। ওপারেতে পূর্ব ইউরোপ, দানিয়ূব একেলা।
Leave a Reply