২৮ মে, ২০১৮।
বুদাপেস্ট, হাঙ্গেরি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করা হাঙ্গেরিয়ানরা অবশ্য ইহুদীদের ওপর চোটপাট চালিয়ে এসেছে আরো আগে থেকেই। যুদ্ধের সময় ডানপন্থী দল এরোক্রস মিলিশিয়ারা নদীর ধারে জুতো খুলিয়ে গুলি করেছে নিরীহ মানুষদের, সেই স্মৃতিতে দানিয়ূবের তীর এখন জুতোজোড়ার ভাস্কর্যে ভরপুর।
প্রতিবেশী দেশগুলো থেকে একেবারে ভিন্ন একটি ভাষাচর্চার অপরাধবোধে কিংবা সোভিয়েতের চাপিয়ে দেয়া কমিউনিজমের থাপ্পড়ের ঘায়ে হাঙ্গেরির রাজধানী এখন মন দিয়েছে ভাস্কর্য চর্চায়। শহরের যেদিকেই তাকানো যায়, চোখ জুড়ানো সব দালান আর ভাস্কর্য। পুসকাস আর হুডিনির দেশে অনুভূতি আহত হবার সম্ভাবনাকে নিতান্ত কম বলা চলে না।
স্থানীয় রক কনসার্ট থেকে ইউরোপিয়ান লিগের ফাইনাল, উপলক্ষ পেলেই পান করতে ভালোবাসা বুদাপেস্টের রাস্তায় প্রচুর আয়েশি আর সুবেশি পর্যটকের সাথে ঘোরে হোমলেস সব ভিখারি। নজর রাখার সুবিধার্থে দানিয়ূব তাই চেইন ব্রিজের নিচে জন্ম দিয়ে দিলো বুদা আর পেস্টকে।
Leave a Reply